রাজধানী ঢাকার আমীন বাজার এলাকায় ময়লার স্তুপ থেকে অজ্ঞাত পরিচয় নারীর মাথা ও হাত-পা বিচ্ছিন্ন ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর দুই ঘণ্টা পর একই স্থান থেকে মাথা ও হাত উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পলিথিনে মোড়ানো মাথা ও হাত-পা বিহীন মানুষের একটি বিচ্ছিন্ন দেহ পড়ে থাকতে পুলিশ খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান বলেন, ‘দুই-তিন দিন আগে অজ্ঞাত পরিচয় ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর লাশ ছয় টুকরো করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রাখা হয়েছিল। এরপর লাশ গুম করার উদ্দেশ্যে রাজধানীর অভ্যন্তরে কোনো ময়লার স্তুপে লুকিয়ে রেখে যায় অপরাধীরা। সেখান থেকেই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির মাধ্যমে পলিথিনে মোড়ানো লাশের টুকরোগুলো বলিয়ারপুরের ওই ডাম্পিং জোনে চলে আসে।’
ওসি আরো বলেন, ‘নিহতের পরিচয় জানার পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
Ryan Haywood
3 minutes ago
Relax my friend
Gavino Free
3 minutes ago
Ok, cool.