অনলাইন বেচাকেনার উৎসব বিবেচিত বার্ষিক সিঙ্গেল ডে পালিত হয় চীনে। সিঙ্গেল ডের প্রথম ঘণ্টাতেই প্রায় ১০ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। এ দিনে বিক্রি বাড়াতে পণ্যে সর্বোচ্চ ছাড় দিয়ে থাকে কম্পানিগুলো। ফলে সস্তায় পণ্য নিতে ক্রেতারাও অনলাইন জগতে হুমড়ি খেয়ে পড়ে।
আলিবাবা জানায়, বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় তারা প্রায় ৬৯ বিলিয়ন ইউয়ান (৯.৯২ বিলিয়ন ডলার) পণ্য বিক্রির অর্ডার পান, যা গত বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ বেশি। গত বছরের সিঙ্গেল ডেতে প্রথম ঘণ্টায় বিক্রি হয় ৫৭ বিলিয়ন ইউয়ান। সিঙ্গেল ডেকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিক্রির ইভেন্ট। গত বছর আলিবাবা ওই দিনে মোট বিক্রি করে ১৬৮ বিলিয়ন ইউয়ান (২৪.১৫ বিলিয়ন ডলার)। এমনকি ২৪ ঘণ্টার প্রথম মিনিটেও বিপুল বিক্রির রেকর্ড করা হয়।
কম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মার অধীনে এটাই হবে আলিবাবার সর্বশেষ বার্ষিক বিক্রির ইভেন্ট। কারণ আগামী বছর বর্তমান সিইও ডানিয়েল ঝ্যাংগ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। এ বছর আলিবাবার বিক্রি ভালো হলেও শেয়ারবাজারে দরপতন ঘটেছে ১৬ শতাংশ। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণেই শেয়ারবাজারে দরপতন ঘটেছে বলে কম্পানি জানায়। এ মাসের শুরুতে আলিবাবা জানায়, বড় মাপের পণ্য বিক্রি কমবে, যা বার্ষিক রাজস্বে প্রভাব ফেলবে। এ খবরে কিছুটা চিন্তিত হন বিনিয়োগকারীরাও। আলিবাবা জানায়, এ বছর তাদের সিঙ্গেল ডে ইভেন্টে এক লাখ ৮০ হাজার ব্র্যান্ড অংশগ্রহণ করছে। সকাল ১০টা পর্যন্ত বিক্রি হয়েছে ২০ বিলিয়ন ডলারের পণ্য।
Ryan Haywood
3 minutes ago
Relax my friend
Gavino Free
3 minutes ago
Ok, cool.